Header Ads Widget

Responsive Advertisement

এআই এজেন্ট উন্মোচন করল অ্যাডোবি

 


এআই এজেন্ট উন্মোচন করল অ্যাডোবি

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাডোবি উন্মোচন করেছে তাদের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সমাধান ‘অ্যাডোবি এআই অ্যাসিস্ট্যান্ট’। চ্যাটভিত্তিক এই ইন্টারফেস ব্যবহারকারীদের স্বাভাবিক ভাষায় বিভিন্ন এআই এজেন্টের সঙ্গে যোগাযোগের সুযোগ দেবে। প্রতিষ্ঠানগুলো এ সেবার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা বিশ্লেষণ, বিপণন কার্যক্রম পরিচালনা এবং সামগ্রিক ব্যবসায়িক দক্ষতা বাড়াতে পারবে।

অ্যাডোবি জানিয়েছে, এআই অ্যাসিস্ট্যান্ট পরিচালিত হচ্ছে তাদের অ্যাডোবি এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম (AEP) এজেন্ট অর্কেস্ট্রেটর-এর মাধ্যমে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধু অ্যাডোবির নয়, অন্যান্য প্রতিষ্ঠানের তৈরি এআই এজেন্টও নিয়ন্ত্রণ ও কাস্টমাইজ করা সম্ভব। বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় বহু প্রতিষ্ঠান তাৎক্ষণিক তথ্য বিশ্লেষণের জন্য এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম ব্যবহার করছে।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, বর্তমানে এপ্ল্যাটফর্মের ব্যবহারকারী প্রতিষ্ঠানের প্রায় ৭০ শতাংশ ইতোমধ্যেই অ্যাডোবি এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার শুরু করেছে। নতুন এআই সমাধানটি শুধু প্রতিষ্ঠান ও গ্রাহকের যোগাযোগ উন্নত করছে না, বরং ডিজিটাল উপস্থিতি শনাক্ত ও মূল্যায়নেও কার্যকর ভূমিকা রাখছে। এর ফলে বিপণন ও পণ্য উন্নয়ন টিম জটিল কাজ দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে পারছে।

এআই সেবাটির সঙ্গে যুক্ত এক্সপেরিমেন্টেশন এজেন্ট বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার ফল বিশ্লেষণ করে নতুন ধারণা ও কৌশল প্রদান করে। এর মাধ্যমে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য ব্যবহার করে গ্রাহকের আচরণ বোঝা, সম্ভাব্য সমস্যা শনাক্ত করা এবং সমাধান নির্ধারণ সহজতর হবে বলে আশা করছে অ্যাডোবি।

Post a Comment

0 Comments